বাসস
  ২০ মার্চ ২০২৪, ১৭:৩৬

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নীলফামারী, ২০ মার্চ, ২০২৪ (বাসস) : জেলায় পিকআপের ধাক্কায় ব্যাংক কর্মকর্তাসহ দুই সিএনএজি যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে জেলা শহরের জোরদরগাহ  নামক স্থানে (নীলফামারী-সৈয়দপুর সড়ক)  এ ঘটনা ঘটে। 
নিহতরা হলেন, মার্কেন্টাইল ব্যাংক নীলফামারী শাখার কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী (৩৬) ও জলঢাকা উপজেলার মৎস্য কার্যালয়ের অফিস সহায়ক মো. আবু তাহের (৫৭)। এঘটনায় গুরুত্বর আহত সিএনজি চালক মো. শাহাবুদ্দিনকে (৩২) নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অফিস সহায়ক আবু তাহের জেলার সৈয়দপুর উপজেলার বাঙালীপুর নিজপড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে এবং ব্যাংক কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী নওগাঁ জেলা সদরের খাস নওগাঁ গ্রামের আসাদ আলীর ছেলে। তারা সৈয়দপুর থেকে সকালে সিএনজিযোগে নিজ কর্মস্থলের দিকে যাচ্ছিলেন।
পুলিশ জানায়, সকালে সৈয়দপুর থেকে সিএনজিযোগে কর্মস্থলে যাচ্ছিলেন তারা। এসময় পেছন থেকে দ্রুতগামী একটি পিকাআপ সিএনজিটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে নূর আলম সিদ্দিকী ও আবু তাহের নামে দুই যাত্রী নিহত হন। গুরুত্বর আহত হন সিএনজি চালক শাহাবুদ্দিন। পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 
নীলফামারী সদর থানার পরিদর্শক মো. তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন,‘আইনী প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার সঙ্গে জড়িত পিকআপ ও চালকের অনুসন্ধানে অভিযান চলছে।