শিরোনাম
নড়াইল, ২১ মার্চ, ২০২৪ (বাসস): জেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন।
কর্মসূচির মধ্যে রয়েছে: আগামি ২৬ মার্চ প্রত্যূষে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হবে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হবে। এছাড়া জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ চেতনা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর মু্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উৎসবমূখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নড়াইল জেলা প্রশাসন বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করেছে।