শিরোনাম
রাঙ্গামাটি, ২১ মার্চ, ২০২৪ (বাসস) : ‘উদ্ভাবনায় বন, সম্ভবনায় বন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বন বিভাগের উদ্যোগে জেলায় আজ আন্তর্জাতিক বন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা বন সংরক্ষকের কার্যালয় কনফারেন্স রুমে বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমান। বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহিদুর রহমান মিয়ার সভাপতিত্বে এবং জুম নিয়ন্ত্রণ বন বিভাগের রেঞ্জ অফিসার মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী, ইউ এস এফ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা ও প্রেস ক্লাব সভাপতি মো. সাখাওয়াৎ হোসেন রুবেল।
আলোচনা সভার আগে একটি শোভাযাত্রা বন বিভাগের কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সেখানেই ফিরে আসে। পরে অতিথিরা বনবিভাগ কার্যালয়ের পাশে গাছের চারা রোপন করেন।