বাসস
  ২১ মার্চ ২০২৪, ১৮:৪৫
আপডেট : ২১ মার্চ ২০২৪, ১৮:৪৮

নড়াইলে বাজার পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নড়াইল, ২১ মার্চ, ২০২৪ (বাসস):  নড়াইলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসন ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর আয়েজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ক্যাব নড়াইলের সভাপতি ম.ম শফিউর রহমান শফিউল্লাহ’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস, সিভিল সার্জনের প্রতিনিধি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সব্রত বাগচী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান, ক্যাব নড়াইলের সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান।
বিভিন্ন শ্রেনীপেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।