শিরোনাম
নীলফামারী, ২২ মার্চ ২০২৪ (বাসস) : জেলায় আজ ‘শান্তির জন্য পানি’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে নীলফামারী জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শুক্রবার সকাল ১০টায় দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বও থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফারুক আল মাসুদ।
পরে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফারুক আল মাসুদ।
আরও বক্তব্য রাখেন জেলায় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. তাজমিনুর রহমান, মো. রাকিব হোসেন প্রমুখ।
এসব কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহন করেন।