শিরোনাম
লক্ষ্মীপুর, ২২ মার্চ ২০২৪ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারের দায়ে ৯ জন জেলেকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
একই সময় জব্দকৃত ৯টি নৌকা আটক এবং প্রায় দুইলাখ দশহাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
আজ শুক্রবার ভোররাত থেকে বেলা ১১ টা পর্যন্ত সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস।
জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, শুক্রবার ভোররাত ৪টা থেকে নৌ-পুলিশ ও জেলা মৎস্য বিভাগ মেঘনা নদীতে অভিযান চালায়। এসময় ১২ জন জেলেসহ ৯টি নৌকা আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে প্রায় দুইলাখ ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জব্দ করে হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ জন জেলেকে জনপ্রতি পাঁচহাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি জানান, তিনজন জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ার তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দকৃত অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।