বাসস
  ২৩ মার্চ ২০২৪, ১০:৪২

গোপালগঞ্জে পাটে প্রণোদনা পাচ্ছেন ১২ হাজার কৃষক

॥ মনোজ কুমার সাহা ॥
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ২৩ মার্চ, ২০২৪ (বাসস): গোপালগঞ্জ জেলার ৫ উপজেলায় পাটে প্রণোদনা পাচ্ছেন ১২ হাজার কৃষক। ২০২৩-২৪ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনা মূল্যে ১২ হজার কৃষককে ১২ হাজার কেজি পাট বীজ বিতরণ করা হবে।
প্রণোদনার এসব পাট বীজ দিয়ে কৃষক জেলায় পাটের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করবেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক আবদুল কাদের সরদার এ তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা আরো বলেন, এ কর্মসূচির আওতায় গোপালগঞ্জ সদর উপজেলায় ২ হাজার ৩৫০ জন কৃষককে প্রণোদনার ২ হাজার ৩৫০ কেজি পাট বীজ দেওয়া হবে। মুকসুদপুর উপজেলায় ৪ হাজার ৬৫০ জন কৃষকের মাঝে ৪ হাজার ৬৫০ কেজি পাট বীজ বিতরণ করা হবে। কাশিয়ানী উপজেলায় ৩ হাজার কৃষক পাবেন ৩ হাজার কেজি প্রণোদনার পাটবীজ। টুঙ্গিপাড়া উপজেলায় ১ হাজার কৃষকের মাঝে বিতরণ করা হবে ১ হাজার কেজি পাট বীজ। এছাড়া কোটালীপাড়া উপজেলায় ১ হাজার কৃষক পাবেন প্রণোদনার ১ হাজার কেজি পাট বীজ।
গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক আব্দুল কাদের সরদার বলেন, কৃষক প্রতি ১ কেজি করে পাট বীজ বিতরণ করা হবে।এসব পাট বীজ দিয়ে কৃষক ১২ হাজার বিঘা জমি আবাদ করবেন। এ কারণে জেলায় পাটের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জয় কুমার কুন্ডু বলেন, এ বছর মাটিতে জো রয়েছে।এটি পাট চাষের জন্য উপযুক্ত সময় । তাই কৃষক প্রণোদনার পাট বীজ দিয়ে পাটের আগাম আবাদ করবেন।এতে পাটের অধিক ফলন পেয়ে কৃষক লাভবান হবেন।পাটের পর কৃষক আমন ধান করতে পারবেন।
গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, পাটের প্রণোদনার বরাদ্দপত্র আমরা হাতে পাই । তারপর আমরা প্রান্তিক কৃষকদের তালিকা প্রস্তুত করি । বৃহস্পতিবার (২১ মার্চ) থেকে আমরা প্রণোদনার পাটবীজ প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ শুরু করেছি। আমরা ২ হাজার ৩৫০ জন কৃষককে ২ হাজার ৩৫০ কেজি পাট বীজ দেব । আগামী সপ্তাহের মধ্যে  গোপালগঞ্জ সদর উপজেলায় পাটবীজ বিতরণ শেষ হবে বলে জানান ওই কর্মকর্তা ।