বাসস
  ২৪ মার্চ ২০২৪, ১৩:১৯

জয়পুরহাটে স্বাধীনতা দিবস উদযাপনে দু’দিনব্যাপী কর্মসূচি গ্রহণ

জয়পুরহাট, ২৪ মার্চ, ২০২৪ (বাসস): জেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দু’দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যে দিয়ে লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নিহতদের স্মরণে বিশেষ মুনাজাত ও প্রার্থনা, আলোচনা সভা এবং গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান, গণহত্যার উপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, সন্ধ্যায় পাগলা দেওয়ান ও কড়ই কাদিরপুর বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন এবং রাত ১০ টা থেকে ১০.১ মিনিট পর্যন্ত ১ মিনিটের জন্য প্রতীকি ব্ল্যাক আউট কর্মসূচি পালন। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে প্রত্যুষে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, সূর্যোদয়ের সাথে শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানস্থ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, স্টেডিয়ামে সকাল ৮ টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন,ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। শিশু একাডেমি রচনা, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন সহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য দুদিন ব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যথা সময়ে গৃহীত কর্মসূচিীত অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।