শিরোনাম
নওগাঁ, ২৪ মার্চ, ২০২৪ (বাসস): জেলায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী এবং ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১টা থেকে নওগাঁ মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে।
ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘ইসলাম প্রচার ও প্রসারে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক এবং ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনাসভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন নওগাঁর উপ-পরিচালক শফিউজ্জামান।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কায়েস উদ্দিন।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন ফিল্ড অফিসার মোহাম্মদ আমিরুল ইসলাম এবং ফিল্ড সুপারভাইজার মো: আকবর হোসেন।
শেষে দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের খতিব মওলানা মোঃ রিজওয়ান আহসান।