বাসস
  ২৪ মার্চ ২০২৪, ১৬:৪৮
আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১৭:২৯

মেহেরপুরে ভোক্তা পর্যায়ে মাংসের মূল্য নির্ধারণ

মেহেরপুর, ২৪ মার্চ ২০২৪ (বাসস): জেলায় আজ ভোক্তা পর্যায়ে প্রতিকেজি  গরুর মাংসের মূল্য ৬৮০ টাকা এবং প্রতিকেজি  ছাগলের মাংসের মূল্য  একহাজার টাকা নির্ধারণ করা হয়েছে। 
আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোক্তা পর্যায়ে মাংসের যৌক্তিক মূল্য নির্ধারণের লক্ষ্যে আয়োজিত এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে।  
মেহেরপুরের জেলা প্রশাসক মো. শামীম হাসানের সভাপতিত্বে এ সভায়  বক্তব্য রাখেন জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শামীম হোসেন রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হাসান রুমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  কাজী নাজীব হাসান, মুজিবনগর উপজেলা নির্বাহী  কর্মকর্তা  খাইরুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা  প্রিতম সাহা, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ, কৃষি বিপণন কর্মকর্তা  আব্দুর রাজ্জাক, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম, জেলা চেম্বার এন্ড কমার্স এর সভাপতি আরিফুল এনাম বকুল, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু,  বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ প্রমুখ। 
সভায় সবার সম্মতিক্রমে,  ভোক্তা পর্যায়ে প্রতিকেজি গরুর মাংস ৬৮০ টাকা ও প্রতিকেজি ছাগলের মাংস একহাজার টাকা নির্ধারণ করা হয়েছে।