বাসস
  ২৪ মার্চ ২০২৪, ১৯:৩৭

কুষ্টিয়ায় বাউল সম্রাট লালন সাঁই’র স্মরণোৎসব

কুষ্টিয়া, ২৪ মার্চ, ২০২৪ (বাসস) : জেলার ছেঁউড়িয়ায় আজ বাউল সম্রাট লালন সাঁই’র স্মরণোৎসব বা দোল উৎসবের উদ্বোধন করা হয়েছে। পবিত্র রমজানের কারণে তিনদিনের পরিবর্তে এবার একদিন উৎসবের আয়োজন করা হয়েছে।
আজ বিকেল ৩টায় লালন একাডেমির অডিটোরিয়ামে একদিনের এ উৎসবের উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার সভাপতিত্বে দিনব্যাপী উৎসবের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য আব্দুর রউফ এমপি, পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব প্রমুখ। 
লালনের গান ও জীবন দর্শন নিয়ে মুখ্য আলোচনায় ছিলেন বিশিষ্ট লালন গবেষক ও লেখক এড. লালিম হক। একদিনের উৎসবের আয়োজনে একাডেমির অডিটোরিয়ামের নিচে, বাগানে যত্র-তত্র বাউল সাধুদের আগমন ঘটেছে। আসছেন প্রথমে লালন শাহের মাজারে ভক্ত-শ্রদ্ধা দিয়ে তার পর যার-যার আসন পেতে বসেছেন। আগত বাউল-সাধুদের একাডেমির পক্ষ থেকে সন্ধ্যায় অধিবাসে দেয়া হয় ইফতারি। রাত ১২টায় দেয়া হবে সাদা ভাত, মাছ, মশলাবিহিন তরকারী, ডাল দিয়ে পুর্ণ সেবা। আগত বাউল সাধুরা জানালো গত ৩০ বছরের মধ্যে এই প্রথম তারা সাঁইজীর দোল উৎসব তিনদিনের পরিবর্তে একদিনেই করলো।