শিরোনাম
নীলফামারী, ২৪ মার্চ ২০২৪ (বাসস) : জেলায় আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ^ যক্ষ্মা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ রোববার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে সিভিল সার্জনের কার্যালয়েল সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারীর সিভিল সার্জন মো. হাসিবুর রহমান।
এসময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পর্ষদের (স্বাচিপ) জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মজিবুল হাসান চৌধুরী শাহিন, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের প্রমুখ।
বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এসব কর্মসূচিতে অংশ নেন।