শিরোনাম
দিনাজপুর, ২৪ মার্চ ২০২৪ ( বাসস): জেলায় আজ নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ১২ নেতাকর্মীকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।
দিনাজপুর কোর্ট- এর পুলিশ পরিদর্শক একেএম লিয়াকত আলী আজ রোববার বিকালে এ তথ্য নিশ্চিত করে জানান, জেলার বিরল উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বজলুর রশিদ কালু (৫০)-সহ একাধিক নাশকতা মামলার ১২আসামি দিনাজপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-এর অধীনস্থ চারটি পৃথক সিনিয়র জুডিশাল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারকগণ তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
তিনি জানান, আজ বিকেল ৫ টায় কড়া পুলিশ পাহারায় তাদেরকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
কারাগারে পাঠানো বিএনপি- জামায়াতের অন্য নেতাকর্মীরা হলেন- জেলার বিরল উপজেলার বিএনপি নেতা আফজালুর আলম (৫৫), জেলার নবাবগঞ্জ উপজেলার জামায়াতের নেতা রেজাউল করিম (৩৮), আব্দুল মান্নান ( ৪০) ও সেলিম রেজা (৩৫), জেলার বোচাগঞ্জ উপজেলার বিএনপির নেতা সামিউল বাসার রিপন (৩৮) ও উজ্জ্বল হোসেন (৩৫), জেলার হাকিমপুর উপজেলার বিএনপি নেতা সাইদুল ইসলাম (৪০), দিনাজপুর কোতোয়ালি থানা বিএনপির নেতা ও সাবেক পৌর কমিশনার সেলিম রেজা (৪৫), শামীম আহমেদ (৪০), রেজাউল ইসলাম (৩৫) ও জুয়েল (৪২)।