বাসস
  ২৫ মার্চ ২০২৪, ১২:৪১

গণহত্যা দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা

রাঙ্গামাটি, ২৫ মার্চ, ২০২৪ (বাসস): ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আজ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: সাইফুল ইসলাম, অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্তি জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী মো: কামাল উদ্দিন, জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক মনিরুজ্জামান, জেলা পরিষদের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধ রুহুল আমিন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুলের সাধারন সম্পাদক মো: নুরুল আবছার, প্রমুখ।
এছাড়া দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন   শিক্ষা প্রতিষ্ঠানে গণহত্যার উপর  দুর্লভ আলোকচিত্র প্রদর্শন, ২৫ মার্চ গণহত্যায় নিহতদের স্মরণে স্ব স্ব ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনা, রাত ১০টা ১মিনিটে  সমগ্র জেলায় ১মিনিটের জন্য  প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূিচ পালিত হবে।