শিরোনাম
চুয়াডাঙ্গা, ২৫ মার্চ, ২০২৪ (বাসস): ভয়াল ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে জেলায় গণহত্যা ও মুক্তিযোদ্ধা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০টায় অতিরিক্তি জেলা প্রশাসক মো. নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, জেলা পরিষদের চেয়্যারম্যান মাহফুজুর রহমান মঞ্জু, চুয়াডাঙ্গা পৌর মেয়ের জাহাঙ্গীর আলম মালিক খোকন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালের আজকের এই দিনে মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর পূর্বপরিকল্পিত ভাবে তাদের অপারেশন সার্চলাইট নামের নীল নকশার মাধ্যমে ঢাকাসহ সারাদেশে নিরীহ বাঙালির ওপর নির্মম নির্যাতন চালায়। সংগঠিত হয় ইতিহাসের নির্মম জঘন্যতম গণহত্যা। আজকের এই দিনে নির্যাতিত নির্মম বাঙালি যারা প্রাণ দিয়েছিল তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।