শিরোনাম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ২৬ মার্চ, ২০২৪ (বাসস) : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৪৩০ মুক্তিযোদ্ধাকে সম্বর্ধনা দিয়েছে উপজেলা পরিষদ ও প্রশাসন। উপজেলা পরিষদ সংলগ্ন হেলিপ্যাডে এ সম্বর্ধণা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা পরিষদ ও প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, টুঙ্গিপাড়া থানার ওসি খোন্দকার অমিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ জাহাঙ্গীর হোসেন ও গোপালগঞ্জ জেলা পরিষদের সদস্য বিএম তৌফিকুল ইসলাম।
এসময় ৪৩০ মুক্তিযোদ্ধার হাতে তুলে দেয়া হয় ফুল, ক্রেস্ট, উপহার ও ইফতার সামগ্রী।