শিরোনাম
পিরোজপুর, ২৭ মার্চ, ২০২৪ (বাসস): জেলার দিগন্ত বিস্তৃত বোরো ক্ষেতে এখন সবুজের সমারোহ। উঁকি দেয়া ধানের শীষের দোল দেখে কৃষকরা আশায় বুক বেঁধেছে। সেই সাথে চলছে ধানের পরিচর্যার কাজ।
পিরোজপুরে এ মৌসুমে ৩৩ হাজার ৯১০ হেক্টরে বোরো চাষ করা হয়েছে। বোরো চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ৫৭ হাজার ৫৮৭ মে: টন। পিরোজপুর সদরে বোরো চাষ হয়েছে ৬ হাজার ৭৯০ হেক্টরে, ইন্দুরকানীতে ৮৫০, কাউখালীতে ৩০০, নেছারাবাদে ৫ হাজার ৫০৫, নাজিরপুরে ১৩ হাজার ৯২৫, ভান্ডারিয়ায় ৪৫০ এবং মঠবাড়িয়ায় ৬ হাজার ৯০ হেক্টরে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম জানান ,এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের মাঠে দৃষ্টিনন্দন ধানের শীষ সকলের নজর কেড়েছে। আগামী দেড় মাস ঝড়-ঝঞ্জা না হলে বোরো চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা অতিক্রম করা সম্ভব হবে। পিরোজপুর সদর উপজেলার রায়েরকাঠী গ্রামের বোরো চাষী রতন ঢালী জানান বীজ, সারসহ বিভিন্ন উপকরণ প্রণোদনা হিসেবে সরকার প্রদান করায় এবং কৃষি বিভাগের কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে এসে চাষিদের পরামর্শ দেয়ায় বোরো ধান আবাদে উৎসাহ সৃষ্টি হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা অরুন রায় জানান, সরকারি প্রণোদনার সুফল হচ্ছে একদিকে বোরো চাষের জমির পরিমাণ অন্যদিকে চাল উৎপাদানের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। জেলার বিভিন্ন উপজেলার বোরো ক্ষেতে এখন পর্যন্ত কোন রোগ বালাই এর প্রকোপ দেখা না দেয়ায় সংশ্লিষ্ট সকলেই রেকর্ড পরিমাণ বোরো উৎপাদনের ব্যাপারে আশায় বুক বেঁধেছে।