শিরোনাম
ঝিনাইদহ, ২৭ মার্চ ২০২৪ (বাসস) : জেলায় আজ সারাদেশে রাইস মিল-সমূহ থেকে পাইকারী ও খুচরা পর্যায়ে চালের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং উৎপাদন ও সরবরাহ সংক্রান্ত করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম- এর সভাপতিত্বে এ অবহিতকরণ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফুল ইসমলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, জেলা খাদ্য নিয়ন্ত্রক মান্নান আলী, সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম, কালীগঞ্জ উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাঈমুল হাসান মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা অটো রাইস মিলস মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেন হোসেন ও সাধারণ সম্পাদক বিকাশ কুমার বিশ্বাস প্রমুখ।