শিরোনাম
শরীয়তপুর, ২৮ মার্চ, ২০২৪ (বাসস) : শুদ্ধাচার চর্চার মাধ্যমে সুশাসন নিশ্চিতের লক্ষ্যে শরীয়তপুরে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসন শরীয়তপুরের এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব এস এম ফেরদৌস। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম, জেলা পরিষদ শরীয়তপুরের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদউজ্জামান, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন প্রমূখ।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিগণ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, ব্যবসায়ী প্রতিনিধিগণ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ বলেন, দেশের চলমান উন্নয়ন অগ্রগতিকে শুদ্ধাচারের হাত ধরে স্মার্ট বাংলাদেশে পৌঁছে দিতে আমাদেরকে নিরলসভাবে কাজ করে যেতে হবে।