শিরোনাম
রাঙ্গামাটি,২৮ মার্চ,২০২৪(বাসস)ঃ জেলার বিলাইছড়ি উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রহস্ত এলাকার পরিদর্শন করেছেন রাঙ্গামাটি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সাংস্কৃতিক সম্পাদক রেমলিয়ানা পাংখোয়াসহ উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সকাল ১০টায় বিলাইছড়ি উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তএলাকা পরিদর্শন করেন নেতৃবৃন্দ।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে আওয়ামীলীগ নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত লোকজনের সাথে কথা বলেন এবং জেলা আওয়ামীলীগ ও পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতার আশ^াস প্রদান করা হয়।
এ সময় বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিরোত্তম তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুকুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, ১ নং বিলাইছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ৪ নং বড়থলী ইউপি চেয়ারম্যান আতু মং মারমাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল বুধবার ২৭ মার্চ সন্ধ্যায় বিলাইছড়ি উপজেলা হাসপাতাল সংলগ্ন এলাকায় অগ্নিকান্ডে ৬ টি বসত ঘর সম্পুর্ণ পুড়ে যায় আরো ৫টি ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত।