শিরোনাম
নড়াইল, ২৮ মার্চ ,২০২৪(বাসস): জেলার দুস্থদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে নবান্ন, নড়াইল।
বৃহস্পতিবার বেলা ১১টায় নড়াইল ডিজিটাল লাইব্রেরীর হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভাপতিত্ব করেন নবান্নের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম তুহিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মো: রোকনুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মির্জা নজরুল ইসলাম প্রমূখ। আলোচনা সভা শেষে ৩০টি ছাগল বিতরণ করা হয়। এসময় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।