শিরোনাম
গোপালগঞ্জ, ২৮ মার্চ, ২০২৪ (বাসস): উপজেলা প্রশাসনের আয়োজনে গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযোগ প্রতিকার বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলার নানাবিধ সেবা গ্রহীতার বিভিন্ন অভিযোগ প্রতিকার বিষয়ক এই সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকার অতিরিক্তি বিভাগীয় কমিশনার এজেডএম নুরুল হক।
উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুন নাহার, ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান তাপসী রানী বিশ্বাস, মুকসুদপুরের পৌর মেয়র আশরাফুল আলম শিমুল ও মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন।
সভায় উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।