বাসস
  ২৯ মার্চ ২০২৪, ২০:৩৬

হবিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনাসভা

হবিগঞ্জ, ২৯ মার্চ ২০২৪ (বাসস) : জেলায় আজ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনাসভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপি।
জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান তালুকদারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি এডভোকেট আফিল উদ্দিন, উপদেষ্টা এডভোকেট শ্যামল চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, প্রচার সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট আতাউর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট ফয়জলু বশির চৌধুরী সুজন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন প্রমুখ।