শিরোনাম
সাতক্ষীরা, ৩০ মার্চ, ২০২৪ (বাসস) : সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে ইয়াকুব আলী (৫১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার সকাল ১১ টার দিকে আশাশুনির দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়াকুব আলী সদরের দক্ষিণপাড়া গ্রামের মধুকালু গাজীর ছেলে।
ইয়াকুব আলীর ছোট ভাই রবিউল ইসলাম জানান, সকালে সজনে গাছের ডাল কাটার সময় অসাবধানবশত: বিদ্যুতের তারের ওপর কাঁচা ডাল পড়লে বিদ্যুৎপৃষ্ট হয় তার বড় ভাই। পরে স্থানীয় প্রশাসন এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসে গাছ থেকে ইয়াকুব আলীর লাশ উদ্ধার করে।
আশাশুনির থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, সজনে গাছের পাশে বিদ্যুতের তার ছিল। ওই গাছের ডাল কাটতে গিয়ে কাঁচা ডাল তারের উপর পড়ে বিদ্যুৎপৃষ্ট হন ইয়াকুব আলী। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।