বাসস
  ৩১ মার্চ ২০২৪, ১১:৫৫

শরীয়তপুরে ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

শরীয়তপুর, ৩১ মার্চ, ২০২৪ (বাসস) : পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে
শরীয়তপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদের  সভাপতিত্বে  এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুদ্দিন গিয়াস, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু বকর ছিদ্দিক, এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ সূত্রধর, জেলা যুবলীগের সভাপতি এম এম জাহাঙ্গীর প্রমুখ। এছাড়াও জেলার সকল সরকারি বেসরকারি দপ্তর প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, ব্যবসায়ী প্রতিনিধিগণসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় ঈদুল ফিতর ও ১লা বৈশাখ উদযাপকে নির্বিঘœ,  নিরাপদ ও আনন্দঘন করতে করনীয় বিষয়ে আলোচনান্তে সিদ্ধান্ত গৃহীত হয়।