বাসস
  ০১ এপ্রিল ২০২৪, ১২:৫০

কুমিল্লায় সাড়ে ছয়’শ দুস্থ পরিবার মাঝে ঈদ পণ্যসামগ্রী বিতরণ

কুমিল্লা (দক্ষিণ), ১ এপ্রিল, ২০২৪ (বাসস) :জেলার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ৬৫০টি নিন্মআয়ের হতদরিদ্র অসচ্ছল পরিবারের মধ্যে আজ বেলা ১১টায় কাজিয়াতল রহিম রহমান মোল্লা উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে ইফতার ও ঈদ পণ্যসামগ্রী বিতরণ করা হয়।
জনকল্যাণ ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার রমিজ উদ্দীন সরকার বাসসকে বলেন, ইফতার ও ঈদ পণ্যসামগ্রী দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করেছি।  কর্মহীন মানুষের যে তালিকা করেছি আমরা ঈদের আগেই তাদের বাড়িতে ঈদ সামগ্রী পৌঁছে দেব।  
জনকল্যাণ ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার রমিজ উদ্দীন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম সরকার কিশোর।
এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনকল্যাণ ফোরামের যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবুর রহমান ও দপ্তর সম্পাদক আলহাজ্ব সফিউল্লাহ সরকার, কাজিয়াতল রহিম রহমান মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মনির হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মাস্টার, ফোরামের উপদেষ্টা খন্দকার কামাল উদ্দিন চেয়ারম্যান, ফোরামের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আলী, ফোরামের সমাজ কল্যাণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতিকুর রহমান হেলাল প্রমুখ।