শিরোনাম
পিরোজপুর, ১ এপ্রিল, ২০২৪ (বাসস): জেলায় আজ পহেলা বৈশাখ উদ্যাপন এবং বৈশাখী মেলার প্রস্তুতি সভা জেলা প্রশাসকের শহীদ আব্দুর রাজ্জাক- সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাধবি রায়, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, জেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী আজিজি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছী, পৌর মেয়র প্রতিনিধি মোঃ আব্দুল হাই, সাংবাদিক গৌতম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সেন্টু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল হাসান গাজী, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক গোলাম মাওলা নকীবসহ, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত গৃহিত হয় যে বাঙ্গালীর এ ঐতিহ্যবাহী দিনটি মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে এবং শোভাযাত্রা শুরুর পূর্বে জাতীয় সংগীত পরিবেশন করা হবে। এছাড়া মেলায় বাঙ্গালীর ইতিহাস ও ঐতিহ্যের সাথে সংগতিপূর্ণ বিভিন্ন পসরা দিয়ে ২ শতাধিক ষ্টল সাজানো হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন আমাদের ঐতিহ্যের এ দিনটি আমরা সকলে মিলে আনন্দ উচ্ছাসের মধ্যদিয়ে যথাযথভাবে উদযাপন করব।