বাসস
  ০৩ এপ্রিল ২০২৪, ২১:০৫
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ২১:২৯

স্মার্ট উন্মুক্ত শিক্ষায় রূপান্তর জরুরি : বাউবি ট্রেজারার

ঢাকা, ৩ এপ্রিল, ২০২৪ (বাসস) : বাংলাদেশ ওপেন ইউনিভাসির্টির (বাউবি) ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল বলেছেন, প্রথাগত উন্মুক্ত শিক্ষা থেকে সক্ষমতা ভিত্তিক স্মার্ট উন্মুক্ত শিক্ষায় রূপান্তর জরুরি । 
ভারতের উত্তর প্রদেশের নয়ডায় ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং (এনআইওএস) ও কমনওয়েলথ এডুকেশনাল সেন্টার ফর এশিয়া (সিইএমসিএ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের প্রথম দিনে এক কথা বলেন তিনি। 
‘পারসেপশনস এন্ড ইনোভেশনস ইন ওপেন এন্ড ডিসটেন্স লার্নিং’ শীর্ষক তিনদিন ব্যাপী এই আয়োজন ১ এপ্রিল শুরু হয়েছে।
তিনি আরো বলেন, বিশ্বায়নের সুবিধা অর্জনে শিক্ষায় শুধুমাত্র সংস্কার যথেষ্ট নয়, এর আমূল পরিবর্তন জরুরি। তিনি বলেন, দ্রুত পরিবর্তিত বৈশ্বিক অবস্থায় শুধুমাত্র জ্ঞান ও দক্ষতা অর্জন যথেষ্ট নয়। এগুলো কাজে লাগিয়ে সমাজে পরিবর্তন আনয়নের সক্ষমতা তৈরি করতে হবে।