শিরোনাম
শরীয়তপুর, ৪ এপ্রিল, ২০২৪ (বাসস) : জেলায় আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত হয়েছে। আগামী ১৭ এপ্রিল যথাযথভাবে দিবসটি পালনের নিমিত্তে এ সভা অনুষ্টিত হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুদ্দিন গিয়াস, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনউদ্দিন, বীর মুক্তিযোদ্ধাগণ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা ঐতিহাসিক মুজিবনগর দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।