বাসস
  ০৪ এপ্রিল ২০২৪, ১২:০৬

কুমিল্লায় ১৫ শত ৭০ জনের মাঝে বিনামূল্যে চাল বিতরণ

কুমিল্লা (দক্ষিণ), ৪ এপ্রিল, ২০২৪ (বাসস): পবিত্র  ঈদ উল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ
মন্ত্রণালয়/দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক ভিজিএফের কর্মসূচির আওতায় কুমিল্লার বুড়িচং উপজেলার  উদ্যোগে আজ সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার সুবিধাভোগী ১৫ শত ৭০ জনের মাঝে বিনামূল্যে ৩০ কেজি করে চাল বিতরণ  করেছেন ।
ট্যাগ অফিসার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল খালেক বাসসকে বলেন, সরকারী ভাবে আজ উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন সুবিধাভোগীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করেছি। এ চাল পেয়ে সুবিধা ভোগীরা সবাই খুশি। সুবিধা ভোগী আব্দুল মমিন হোসেন বাসসকে বলেন, আমি ৩০ কেজি চাল পেয়েছি। এ চাল পেয়ে আমি অনেক খুশি।
এ সময়ে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলহাজ্ব জয়নাল, ট্যাগ অফিসার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল খালেক, সদর ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম, ইউপি সচিব একে এম এস কিবরিয়া, ইউপি  সদস্য যথাক্রমে জসিম উদ্দিন, নসু মিয়া, মোঃ মন্তাজ উদ্দিন, তাজুল ইসলাম মুকছু, মোঃ সফিকুল ইসলাম, এরশাদ হোসেন, মোঃ মামুনুর রশীদ, মোঃ এনামুল হক, নারী সদস্য নুরুন নাহার বেগম, শাহেরা আক্তার, জাহানারা বেগম প্রমূখ।