শিরোনাম
হবিগঞ্জ, ৫ এপ্রিল, ২০২৪ (বাসস): উৎসব মুখর পরিবেশে হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অধিকাংশ পদে বিজয়ী হন আওয়ামী লীগের প্যানেল থেকে।এবারের নির্বাচনে টানা ২য় বারসহ ৩য় বারের মতো সভাপতি ও সাধারণ সম্পাদক পদে হ্যাট্রিক বিজয় অর্জন করেছেন দুই প্রার্থী। নারী শিশু কোর্টের স্পেশাল পিপি বর্তমান সভাপতি আওয়ামী লীগ সমর্থিত এডভোকেট আবুল মনসুর চৌধুরী ১৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মোঃ সামছুল হক-১ পেয়েছেন ১৫৯, আব্দুল হান্নান চৌধুরী ১০৭, মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন ৮৯ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে আতাউর রহমান রুমি ৩১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতাউর রহমান ২১৭ ভোট পান। সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত আব্দুল মোছাব্বির বকুল ৩২১ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বদ্বিী বিএনপির জসিম উদ্দিন পান ২২৩ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দেওয়ানী শাখার সৈয়দ কামরুল ইসলাম ৩৩৮ ভোট ও ফৌজদারী শাখার মিজানুর রহমান (৪) ১৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এ ছাড়াও লাইব্রেরি ও সাংস্কৃতিক পদে ফাতেমা ইয়াসমিন, ক্রীড়া ও সামাজিক উন্নয়ন সম্পাদক মো.ফখর উদ্দিন বিজয়ী হন।মহিলা বিষয়ক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এডভোকেট শায়লা পারভীন। সিনিয়র সদস্য পদে মো.আজিজুল হক চৌধুরী জুয়েল, মো. নুরুল হক, মিহির কান্তি চৌধুরী, মো. হাফিজুল ইসলাম, জুনিয়র সদস্য মো. আঙ্গুর আলী শাহ্, মো.আলী আফজাল (আখন), মো. আব্দুল ওয়াহিদ (মনির) নির্বাচিত হয়েছেন। এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত বিরামহীনভাবে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়। মোট ভোটার ছিলেন ৬৬৮ জন। এর মাঝে ভোটাধিকার প্রয়োগ করেন ৫৫২জন। প্রধান নির্বাচন কমিশনার অহীন্দ্র কুমার দত্ত চৌধুরী বৃহস্পতিবার রাত ৯টায় চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন।