শিরোনাম
যশের, ৫ এপ্রিল, ২০২৪ (বাসস): জেলায় ১৪ হাজার ৪০০ কৃষক বিনামূল্যে পাচ্ছে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার। ২০২৩-২০২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২০২৫ মৌসুমের উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এগুলো বিতরণ কার্যক্রম শুরু করা হয়। একজন কৃষক পাবেন ৫ কেজি বীজ ও ২০ কেজি করে সার। ইতিমধ্যে কর্মসূচি শুরু হয়ে গেছে।
১৪ হাজার ৪০০ কৃষকের মাঝে বিতরণ করা হচ্ছে ২ লাখ ৮৮ কেজি রাসায়নিক সার (ডিএপি ,ও এমওপি) ও ৭২ হাজার কেজি উফশী আউশ ধানের বীজ। এর মধ্যে সদর উপজেলায় ২ হাজার ২০০ কৃষকের মাঝে ৪৪ হাজার কেজি সার, ১১ হাজার কেজি বীজ। প্রথম দিনে ৮শ’ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। এছাড়া শার্শায় ২ হাজার ৩শ কৃষকের মাঝে ৪৬ হাজার কেজি সার, ১১ হাজার ৫০০ কেজি বীজ, ঝিকরগাছায় ১ হাজার ৮০০ কৃষকের মাঝে ৩৬ হাজার কেজি সার, ৯ হাজার কেজি বীজ, চৌগাছায় ১ হাজার ৮০০ কৃষকের মাঝে ৩৬ হাজার কেজি সার, ৯ হাজার কেজি বীজ, অভয়নগরে ১ হাজার ২০০ কৃষকের মাঝে ২৪ হাজার কেজি সার ও ৬০০০ হাজার কেজি বীজ, বাঘারপাড়ায় ১ হাজার ৪০০ কৃষকের মাঝে ২৮ হাজার কেজি সার, ৭০০০ কেজি বীজ, মণিরামপুরে ২ হাজার ৭০০ কৃষকের মাঝে ৫৪ হাজার কেজি সার ও ১৩ হাজার ৫০০ কেজি বীজ ও কেশবপুরে ১০০০ কৃষক পাবে ২০ হাজার কেজি সার ও ৫ হাজার কেজি বীজ।