বাসস
  ০৫ এপ্রিল ২০২৪, ১৮:১৪
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১৮:৪০

নীলফামারীতে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির ঈদ উপহার বিতরণ

নীলফামারী, ৫ এপ্রিল ২০২৪ (বাসস) : জেলার কিশোরগঞ্জ উপজেলায় আজ বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির উদ্যোগে তিনশ’ পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। 
আজ শুক্রবার সকাল ১০ টার দিকে কিশোরগঞ্জ উপজেলা শহরের ডাকবাংলো মাঠে এসব সামগ্রি বিতরণ করা হয়।  
এ সময় কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকির হোসেন বাবুল, কিশোরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রবিউল ইসলাম বাবু, নীলফামারী জেলা পরিষদের সদস্য ইসরাত জাহান পল্লবী, সংগঠনের সাধারণ সম্পাদক নারায়ন সাহা, কোষাধ্যক্ষ শেখ মান্নান, প্রচার সম্পাদক এস এম সাইফুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। 
আয়োজকরা জানান, নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে এসব খাদ্যসামগ্রি বিতরণ করা হয়েছে। প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, ভোজ্য তেল, চিনি, ডাল, পেঁয়াজ, সেমাই ও গুঁড়ো দুধ।