বাসস
  ০৮ এপ্রিল ২০২৪, ১৭:৫৭

বরগুনায় প্রতিবন্ধীদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

বরগুনা, ৮ এপ্রিল ২০২৪ (বাসস): জেলার আমতলী ও তালতলী উপজেলায় আজ পাঁচ শতাধিক প্রতিবন্ধী ব্যক্তির (সুবর্ন নাগরিক) মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ঈদ উপহার’ হিসাবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। 
আজ সোমবার বেলা আড়াইটায় আমতলী উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপকারভোগীদের মধ্যে এসব সামগ্রি বিতরণ করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফারজানা সুমী। 
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমতলীর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এম এ কাদের, মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইসা, সিনিয়র সাংবাদিক একেএম খায়রুল বাশার বুলবুল, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন তালুকদার  প্রমুখ। 
আমতলী উপজেলায় বিতরণ শেষে সংসদ সদস্য তালতলী উপজেলার প্রতিবন্ধী ব্যক্তিদেও মধ্যে উপহার সামগ্রি বিতরণ করেন।