শিরোনাম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ৮ এপ্রিল, ২০২৪ (বাসস) : গোপালগঞ্জের কোটালীপাড়ায় মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১ হাজার ২শ’ প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সোমবার কোটালীপাড়া উপজেলার বান্দল গ্রামের ৪শ’ প্রতিবন্ধী ও ৮শ’ দরিদ্র পরিবারের মাঝে সেমাই, চিনি, দুধ, পোলার চালসহ ঈদসামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঈদসামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন।
কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম, পৌরসভার কাউন্সিলর রকিবুল হাসান রকিব, মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ লাভলু শেখ ও সাধারণ সম্পাদক বশির বিন সামসুদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।