শিরোনাম
চাঁদপুর, ৯ এপ্রিল, ২০২৪ (বাসস): জাটকা ধরা থেকে বিরত থাকা চাঁদপুর সদরের নিবন্ধিত সুফলভোগী জেলেদের মধ্যে গবাদি পশু (বকনা বাছুর) বিতরণ করা হয়েছে।
সোমবার সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে ২০২৩-২৪ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (প্রথম সংশোধিত) প্রকল্পের আওতায় ১৬ জন সুফলভোগী জেলেদের মধ্যে ১৬টি বকনা বাছুর বিতরণ করা হয়।
জেলেদের হাতে এসব গবাদি পশু তুলে দেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ।
অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা মৎস্য কর্মখর্তা মো. গোলাম মেহেদী হাসান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম দেওয়ান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আইয়ূব আলী বেপারী।
ব্যবস্থাপনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন ও সুফলভোগী জেলেরা।