বাসস
  ০৯ এপ্রিল ২০২৪, ১৬:৫৫

মাগুরায় রেলের জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মধ্যে তৃতীয় পর্যায়ে চেক বিতরণ

মাগুরা, ৯ এপ্রিল ২০২৪ (বাসস): জেলায় আজ ‘বাংলাদেশ রেলওয়ের মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থদের মধ্যে তৃতীয় পর্যায়ের চেক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় সদর উপজেলার রামনগর ঠাকুরবাড়ি এলাকায় অধিগ্রহণকৃত জমিতে দাঁড়িয়ে ২৫ জন ক্ষতিগ্রস্তের মধ্যে তিনকোটি ৬৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জমিদাতাদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলওয়ের প্রকল্প পরিচালক মো. আসাদুল হক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ।