শিরোনাম
ভোলা, ৯ এপ্রিল ২০২৪ (বাসস): জেলায় আজ অতিরিক্ত যাত্রী বহনের দায়ে একটি লঞ্চ, অবৈধভাবে যাত্রী পারাপারের দায়ে দুটি বাল্কহেড এবং একটি স্পিডবোটকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকায় পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমতউল্লাহ।
অভিযানকালে নির্ধারিত আসনের চেয়ে অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ ক্রিস্টাল ক্রুজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা পণ্যবাহী দুটি বাল্কহেডে অবৈধভাবে যাত্রী পারাপারের দায়ে মোট ৪০ হাজার টাকা ও একটি স্পিডবোটকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমতউল্লাহ জানান, ঈদে ঘরমুখো মানুষের নৌপথে চলাচল নির্বিঘœ করতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল উপস্থিত ছিলেন।