বাসস
  ০৯ এপ্রিল ২০২৪, ১৭:২৬

গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদগাহে

গোপালগঞ্জ, ৯ এপ্রিল, ২০২৪ (বাসস): ঈদুল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় পাচুড়িয়াস্থ কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে।
এছাড়া দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় থানাপাড়া জামে মসজিদে, ৩য় জামাত সকাল ৯টায় এস কে আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হবে।
আবহাওয়া প্রতিকুলে থাকলে সকাল ৮টায় স্থানীয় লঞ্চঘাটে অবস্থিত জেলা মডেল মসজিদে এবং একই সময়ে স্থানীয় কেন্দ্রীয় কোর্ট মসজিদে অনুষ্ঠিত হবে।
এছাড়া মুকসুদপুর, কাশিয়ানি, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া উপজেলা সদরে প্রধান প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদগাহ মাঠ প্রস্ত করা হয়েছে।