বাসস
  ১১ এপ্রিল ২০২৪, ১২:০৫

খাগড়াছড়িতে আনন্দঘন পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত

খাগড়াছড়ি,১১ এপ্রিল, ২০২৪ (বাসস): উৎসব ও ধর্মীয় গাম্ভীর্যের মধ্যে দিয়ে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে ঈদুল ফিতরের জামাত। খাগড়াছড়ির কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে প্রধান ঈদের জামাত। জামাতে অংশ নিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে। প্রধান জামাতের খুতবা পাঠ করেন খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী মসজিদ এর খতিব মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুন নবী হক্কানি।
নামাজ শেষে পাহাড়ের শান্তি সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ পরিবেশসহ দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা এবং ফিলিস্তিনি জনগণের জন্য রহমত কামনা করে দোয়া করা হয়।জামাতে খাগড়াছড়ির জেলা প্রশাসক  মোঃ সহিদুজ্জামান ,পৌর সভার প্যানেল মেয়র,মোঃ শাহ আলম সহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। নামাজ শেষে মুসুল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করে ঈদ উদযাপন করেন।
এ ছাড়াও  জেলা সদরে বায়তুশ শরফ জামে মসজিদ, কালেক্টরেট জামে মসজিদসহ ৯ টি স্থানসহ জেলার বিভিন্ন উপজেলায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।