শিরোনাম
হবিগঞ্জ, ১৪ এপ্রিল, ২০২৩ (বাসস): জেলার উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে শিরিষতলায় বর্ণমালা খেলাঘর আসর ৪৭তম বছরের ন্যায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। জাতীয় সঙ্গীত, এসো হে বৈশাখ, আগুনের পরশমনীর মত গানগুলো পরিবেশেন এর পর এবার ব্যাতিক্রম নৃত্যের মাধ্যমে বরণ করা হয় নতুন বছরকে। ‘ আলোকেরই ঝরনা ধারায় দুলিয়ে দাও’ গানের মাধ্যমে শত শিল্পীর পরিবেশীত নৃত্য সবাইকে মুগ্ধ করে। অনুষ্ঠানে সম্মাননা জানানো হয় জেলার প্রবীণ চিকিৎসক ডা. তপন দাশগুপ্ত ও সাংস্কৃতিক সংগঠন ধামালীকে।
বর্ণমালা খেলাঘর আসর এর সভাপতি ডা. অসিত রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খালিদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার শামছুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, সাবেক অধ্যক্ষ জাহানারা খাতুন, শিশু সংগঠক বাদল কুমার রায়, কবি তাহমিনা বেগম গিনি প্রমুখ।
বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে সরকারী বৃন্দাবন কলেজেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার চুনারুঘাট শহরের পাশে অনুষ্ঠিত হয় দুইশত বছরের পুরনো ঐতিহ্যবাহী বৈশাখী মেলা।