শিরোনাম
দিনাজপুর, ১৮ এপ্রিল, ২০২৪ ( বাসস): জেলার ফুলবাড়ী উপজেলার আঁখিরা গণহত্যার বধ্যভূমির স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও শহীদদের স্মরণে আলোচনা সভা করা হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় দিনাজপুর ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর নেতৃত্বে ওই উপজেলার বীর মুক্তিযোদ্ধ ও শহীদদের আত্মীয়-স্বজন আঁখিরা বধ্যভূমির স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর গতকাল বুধবার রাত ৯'টায় বধ্যভূমির স্মৃতিস্তম্ভ চত্বরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. এহছার উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকতা মোহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, এদেশ মহান মুক্তিযুদ্ধে ১৯৭১এ শহীদদের রক্তের বিনিময় আমরা স্বাধীনতা পেয়েছি। যার কারনে আজ আমরা বাঙালির সন্তানেরা এ স্বাধীন দেশে বিভিন্ন পদে চাকরি করতে পারছি।তিনি আরো বলেন জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সুযোগ্য নেতৃত্বে দেশ পরিচালনায় দেশের বীর মুক্তিযোদ্ধারা সম্মানিত হয়েছে। সভায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কাশেম আকন্দ সেদিনের ঘটনার স্মৃতিচারণ করেন।তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে ১৯৭১ এ ১৭ এপ্রিল রাতে ঘটনাস্থলা আখিরা বদ্ধভূমিতে পাকসেনাদের দোসর এদেশের স্বাধীনতা বিরোধীরা নিরীহ পুরুষ, মহিলা ও শিশুদের ভারতে পার করে দেওয়ার কথা বলে ঘটনাস্থলে পাক সেনাদের হাতে তুলে দিয়েছিল । সেখানেই ওই দিন পাক সেনারা প্রায় ১২৬ জন নিরীহ পুরুষ, মহিলা ও শিশুদের উপর গুলি চালিয়ে হত্যা করেছিল।
হত্যার পর ওই শহীদদের ঘটনাস্থলেই তারা মাটি চাপা দিয়ে সমাধি করেছিল। দীর্ঘ সময় অতিবাহিত হলেও ঘটনাস্থলে শহীদদের স্মরণে গত বছর মার্চ মাসে এ স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে।
সভায় স্মৃতিচারণ করেন, বীর মুক্তিযোদ্ধা অম্বরিশ রায় চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মের হক, বীর মুক্তিযোদ্ধা মো. তোজাম্মেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. শচিন্দ্র নাথ দাস, আলাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাকির বাবলু, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি অমর চাঁদ গুপ্ত অপু,সহ প্রমুখ। সভায় শহীদদের আত্মীয়স্বজন, সুধীজন, বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সভা শেষে গতকাল বুধবার রাত সাড়ে ১০ টায় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোওয়া করায় হয়।