বাসস
  ১৮ এপ্রিল ২০২৪, ১৯:২৭
আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১৯:৩২

দিনাজপুরে নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মী জেলহাজতে  

দিনাজপুর, ১৮ এপ্রিল ২০২৪  (বাসস) : জেলায় আজ ঘোড়াঘাট  উপজেলা বিএনপি'র সভাপতি ও  সাধারণ সম্পাদক সহ বিএনপি- জামাতের ৩০ নেতাকর্মী নাশকতার মামলায় আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।  
আজ বৃহস্পতিবার দিনাজপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ যাবিদ হোসেন এ আদেশ দেন।
দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক এ কে এম লিয়াকত আলী আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। 
পুলিশ পরিদর্শক এ কে এম লিয়াকত আলী জানান, জেলার ঘোড়াঘাট  উপজেলায় গতবছর অক্টোবর ও নভেম্বর মাসে সরকার বিরোধী আন্দোলনের নামে জ্বালাওপোড়াও  এবং অগ্নি সন্ত্রাসের মাধ্যমে সাধারণ মানুষের জানমালের ক্ষতি সাধনে জড়িত থাকার অপরাধে সংশ্লিষ্ট থানায় পুলিশ তাদের বিরুদ্ধে  দুইটি নাশকতার মামলা দায়ের  করে। ওই  মামলায় পুলিশ তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র পেশ করেছে। আসামীরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালত গ্রেফতারি পরোয়ানা  জারি করে। 
তিনি জানান, গ্রেফতারি পরোয়ানা জারির পর আজ বৃহস্পতিবার দুপুরে আইনজীবীর মাধ্যমে আসামীরা দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে। বিচারক দিনাজপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ যাবিদ হোসেন তাদের জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। 
আদালত সূত্রে জানা গেছে, আসামীদের আজ বৃহস্পতিবার  বিকেল ৫ টায় কড়া পুলিশ পাহারায় জেলহাজতে পাঠানো হয়েছে । 
কারাগারে পাঠানো আসামিরা হলেন- জেলা বিএনপি'র  সহসভাপতি ও ঘোড়াঘাট উপজেলার বিএনপি’র সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী (৫৭), ঘোড়াঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ (৫৫), বিএনপি নেতা মো. মাহফুজুর রহমান লাভলু (৫২), তোজাম্মেল হক (৫৪), মোফাজ্জল হোসেন প্রধান ওরফে মোফা (৩৫),  মনোয়ার হোসেন (৩৫), মোহাম্মদ আতিউর রহমান (৪৫), সাহারুল ইসলাম (৩০), শাহিন মিয়া (২৮), পলাশ হোসেন (২৭), হাসিবুল ইসলাম (৩৪), আল রাজিব (৩২), মোফাজ্জল হোসেন (৪২), বদরুদ্দোজা (৪৪), আনোয়ার হোসেন (৪০), শহীদ পারভেজ (৩৮), জোবায়ের হোসেন (৩৪), আরাফাত হোসেন (৪২), সাদ্দাম হোসেন (৩০), সেলিম রেজা (২৮), আল মামুন (৩০), গোলাম মোস্তফা (৩৫), আবু বক্কর সিদ্দিক (৪৮),  মনিরুজ্জামান (৫২), শফিকুল ইসলাম (৩৬) ও লুৎফর রহমান (৪৩) এবং জেলা  জামাতের নায়েবে আমির মোহাম্মদ আলমগীর হোসেন (৬০), ঘোড়াঘাট উপজেলা জামায়াতের রোকন মো. আনোয়ার হোসেন (৫৬), জুলফিকার হোসেন (৪৫) ও সজিবুদ্দিন আহমেদ (৫৭)।