বাসস
  ১৮ এপ্রিল ২০২৪, ২০:৪৯

ঈশ্বরদীতে কৃষকদের বিনামূল্যে পাট-আউশ ধানের বীজ ও সার বিতরণ

ঈশ্বরদী, ১৮ এপ্রিল, ২০২৪ (বাসস): পাবনার ঈশ্বরদী উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৩শ  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আজ বিনামূল্যে পাট বীজ ও উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। 
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে কৃষি সম্প্রসারণ অধিদফতর ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-১/২০২৪-২৫ মৌসুমের জন্য শহরের পোস্ট অফিস মোড়ে কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সামনে  এই সার-বীজ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।
কৃষকদের হাতে ধান- পাটের বীজ ও সার তুলে কর্মসূচীর উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ এমপি। 
এর আগে ঈশ্বরদী কৃষি সম্প্রসারণ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) টি, এম, রাহসিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম খাঁন ও ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ। সহকারী কৃষি কর্মকর্তা সুজন কুমার রায়েট সঞ্চালনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিতা সরকার।