বাসস
  ২১ এপ্রিল ২০২৪, ১৪:২৮

বিনা খরচে জর্ডানে গার্মেন্টসকর্মী প্রেরণের লক্ষ্যে পিরোজপুরে সভা

পিরোজপুর, ২১ এপ্রিল, ২০২৪ (বাসস): সরকারীভাবে জর্ডানের বিভিন্ন ফ্যাক্টরীতে বিনা খরচে
গার্মেন্টস কর্মী নিয়োগের বিষয়টি প্রচারের লক্ষ্যে পিরোজপুরে আজ এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক- সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওভারসীস লিমিটেড এর এমডি সরকারের উপসচিব এবিএম আব্দুল হালিম। এ অবহিতকরণ সভায় জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সংবাদকর্মী, সরকারের জেলা পর্যায়ের বিভিন্ন অফিসারগণ উপস্থিত ছিলেন। এবিএম আবদুল্লাহ জানান এ পর্যন্ত বিনা খরচে লক্ষাধিক কর্মীকে জর্ডানে প্রেরণ করা সম্ভব হয়েছে, যাদের অনেকেই দুই থেকে তিন লাখ টাকা বেতন পাচ্ছে। যেহেতু সরকরি ব্যবস্থাপনায় এ কর্মী প্রেরণ করা হয়ে থাকে বিধায় এখানে প্রতারিত হবার কোন আশঙ্কা নাই। দক্ষিণ কোরিয়ায়ও একই পদ্ধতিতে কর্মী প্রেরণের উদ্যোগ নেয়া হয়েছে। ওয়েল্ডিং এর কাজ এবং কোরিয়ান ভাষা শিখতে পারলেই ভালো বেতনে দক্ষিণ কোরিয়ায় যাওয়া সম্ভব। জর্ডানে গার্মেন্টস কর্মী হিসেবে চাকুরীর জন্য খরচ সংশ্লিষ্ট কোম্পানী বহন করবে। নারী কর্মীদের বিদেশ গমনের ক্ষেত্রে পরিবারের অথবা আইনানুগ অভিভাবকের সম্মতি অবশ্যই প্রয়োজন এবং ৫ বছরের কম বয়সী শিশুর মায়েরা কোন অবস্থাতেই নিয়োগের জন্য বিবেচিত হবেন না বলেও জানান তিনি।   সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন এটি একটি সুবর্ণ সুযোগ এবং বর্তমান সরকারের একটি মহতী উদ্যোগ। এ সুযোগ কাজে লাগিয়ে অনেক পরিবার সুখ-স্বাচ্ছন্দে বসবাস করছে।