বাসস
  ২২ এপ্রিল ২০২৪, ১৩:০৮

জয়পুরহাট রেলের ৭২০০ স্কয়ার ফিট জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ

জয়পুরহাট, ২২ এপ্রিল, ২০২৪ (বাসস): দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে থাকা মেইন রেলগেট এলাকার
উত্তরপাশের ৭ হাজার ২শ স্কয়ার ফিট জায়গা আজ সোমবার দখলমুক্ত করেছে রেলের পাকশী প্রকৌশল বিভাগ।
রেলের পাকশী প্রকৌশল বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান জানান, জয়পুরহাটের মেইন রেলগেট এলাকার উত্তর পাশের দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে ছিল। ফলে মেইন রেলগেট দিয়ে পথচারী ও যানবাহন পারাপারে নানা অসুবিধার  পাশাপাশি ঝুঁকিও ছিল। সে কারনে রেলপথ মন্ত্রণালয়ের নির্দেশে রেলের জায়গা দখলমুক্ত করা হচ্ছে। রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা কর্মীরা এ কাজে সহযোগিতা করছেন। রেলের দখলমুক্ত করণ ধারাবাহিক কাজের অংশ হিসেবে আজ সোমবার জয়পুরহাটে ৭২০০ স্কয়ার ফিট জায়গা দখলমুক্ত করা হচ্ছে বলে জানান, রাকিব হাসান । দখল মুক্ত করার জন্য অনেক আগে নোটিশের মাধ্যমে জানানো হয়েছে বলেও জানান তিনি। মেইন রেলগেটের চেকরেল প্রশস্ত করণ প্রকল্পের আওতায় জয়পুরহাট মেইন রেলগেটকে আধুনিকায়ন ও প্রশস্ত করা হবে। সেই সঙ্গে গেট ম্যানদের থাকার ঘরও নির্মাণ করা হবে। এ প্রকল্প বাস্তবায়নের জন্য এক কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে এবং আগামী নভেম্বর মাসের মধ্যে কাজ শেষ হবে বলে জানান, সহকারী নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান।