শিরোনাম
শরীয়তপুর, ২৩ এপ্রিল, ২০২৪ (বাসস) : শরীয়তপুর জেলার সদর উপজেলায় দেওভোগ গ্রামের ‘সমলয়’ কৃষি প্রদর্শনীর ৫০ একরের ধান কর্তন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে বোরো ধান কর্তন উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক (ডাল তেল ও অন্যান্য ফসল) নিজামুল হক পাটোয়ারী। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) আবু হোসেন, সদর উপজেলা কৃষি কর্মককর্তা কৃষিবিদ রুহুল আমিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
কৃষিবিদ রুহুল আমিন জানান, সমলয় পদ্ধতিতে হাইব্রিড বোরো আবাদে হেক্টর প্রতি সাড়ে ৮ মেট্টিক টন ফলন পাওয়া গেছে। অপরদিকে প্রচলিত পদ্ধতিতে একই জাতের বোরোর ফলন পাওয়া গেছে হেক্টর প্রতি ৫ থেকে ৬ মেট্রিক টন। কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে ধান কর্তনের ফলে কৃষকের সাশ্রয় হয়েছে একর প্রতি প্রায় ৪ হাজার টাকা।
প্রধান অতিথি নিজামুল হক পাটোয়ারী বাসস’কে বলেন, ‘বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষিকে যান্ত্রিকীকরণের মাধ্যমে উৎপাদন ব্যয় কমিয়ে আরো লাভজনক করতে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে শ্রমিক সংকট মোকাবেলায় কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে ধান কর্তনে কৃষককে উদ্বুদ্ধ করা হচ্ছে। প্রযুক্তির সাথে কৃষকের মেলবন্ধন তৈরী করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলস কাজ করে যাচ্ছে। আশা করছি দেশব্যাপী যান্ত্রিকীকরণের কৌশল সম্প্রসারণের মাধ্যমে কৃষিকে স্মার্ট কৃষিতে রূপ দিয়ে কৃষকদের আরো লাভবান করতে সক্ষম হবো।’