শিরোনাম
কুমিল্লা (দক্ষিণ), ২৪ এপ্রিল, ২০২৪ (বাসস): জেলার লাকসামে সফল খামারিদের মাঝে চেক ও পুরস্কার বিতরণ প্রাণি সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ' এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার লাকসামে শুরু হওয়া প্রাণি সম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহের সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ একেএম রকিবুল হাসান খামারীদের উদ্দেশ্যে লাকসাম প্রাণিসম্পদের বিভিন্ন সেবা, তথ্য ও প্রদর্শনীর সার্বিক বিষয়ে আলোচনা করেন। এছাড়াও খামারীদের মাঝে বক্তব্য রাখেন, মোঃ আনিছুর রহমান এবং সাইফুল ইসলাম রুবেল। অনুষ্ঠান পরিচালনা করেন, মাঠ সহকারী মোঃ মুজিবুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন কোম্পানীর প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, খামারী এবং লাকসাম উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীৃন্দ। প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার ও চেক বিতরণ করা হয়।