শিরোনাম
নাটোর, ২৫ এপ্রিল, ২০২৪ (বাসস) : চলমান তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য জেলার বিভিন্ন স্থানে আজ বৃহস্পতিবার ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। নামাজ শেষে মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা এবং বৃষ্টির জন্যে বিশেষ মুনাজাত করা হয়।
সকাল সাড়ে ৮টায় বাগাতিপাড়া উপজেলার জিগরি প্রাথমিক বিদ্যালয় মাঠে খোলা আকাশের নিচে ইসতিসকার নামাজের আয়োজন করা হয়। কাজীপাড়া মাদরাসার মওলানা শিক্ষক আবু বকর সিদ্দিক নামাজের ইমামতি ও মুনাজাত পরিচালনা করেন। অপরদিকে সকাল ১০টায় বাগাতিপাড়া পৌরভবন সংলগ্ন ঈদগাহ মাঠে উপজেলা ইমাম সমিতির সভাপতি মওলানা আফজাল হোসেনের ইমামতিতে ইসতিসকার নামাজ আদায় করা হয়।
উভয়স্থানে দুই রাকাত নামাজ শেষে দুই হাত তুলে প্রচন্ড গরম, তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে মুনাজাত করেন মুসল্লীবৃন্দ।
নামাজে অংশগ্রহণকারী বাগাতিপাড়া পৌরসভার মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিন বলেন, তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ। দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে মানুষ, পশুপাখি গাছপালাসহ প্রাণিকুল কষ্টে আছে। ইসতিসকার নামাজ আদায়ের মাধ্যমে মহান আল্লাহর দরবারে রহমতের বৃষ্টির জন্য প্রার্থনা করেছি।
মাওলানা আফজাল হোসেন বলেন, মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। সে জন্য সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়েছে।
এছাড়া বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠ এবং ধানাইদহ ফাজিল মাদ্রাসা মাঠে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়। নাটোর সদর উপজেলা পরিষদ সংলগ্ন হেলিপ্যাড মাঠেও বেলা সাড়ে ১১টায় ইসতিসকার নামাজ আয়োজন করা হয়।