শিরোনাম
গোপালগঞ্জ, ২৭ এপ্রিল, ২০২৪ (বাসস): গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটভুক্ত বিজ্ঞান শাখার গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
আজ শনিবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় উপস্থিতির হার ছিলো প্রায় ৯০ শতাংশ। ১৭৪৬ জন ভর্তিচ্ছুর মধ্যে অংশ নেয় ১৫৭০ জন।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব, প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম ও ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. মোবারক হোসেন ভর্তি পরীক্ষার সময় বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।
প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুব।
উল্লেখ্য চলতি শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের ‘বি’ ইউনিটভুক্ত মানবিক শাখার পরীক্ষা আগামী ৩ মে বেলা ১১টা থেকে ১২ টা এবং ১০ মে একই সময়ে ‘সি’ ইউনিটভুক্ত বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিন ইউনিটে মোট ভর্তিচ্ছুর সংখ্যা ৩ লাখ ৫ হাজার ৩৪৬ জন।